এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নির্মাণধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলুরঘাট রোডস্থ দর্জিপাড়া সংযোগ সড়কের মুখে পাখি মাহবুবুরের দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
দূর্ঘটনা আহতরা হলেন, নোয়াখালীর হাতিয়া এলাকার রাজমিস্ত্রি মো. বাবর (৩২) ও মো. শাকিব (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক শরীফের মালিকানাধীন নির্মাণাধীন ছয় তলা ভবন কাজ করার সময় ঘেষে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎসৃষ্ট হন ওই দুই শ্রমিক। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রমিক বাবরের অবস্থা খুবই আশংকাজনক। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত কর্মকর্তা সূত্রে জানা যায়, লোহাগাড়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে আহত কোন রোগীকে আনা হয়নি।
তবে, ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট একাধিকজন জানিয়েছেন, গুরতর আহত বাবর পথিমধ্যে মারা গেছে। তাকে দাফনের জন্য নোয়াখালীর হাতিরয়ার বুড়িরচর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের নিজ বাড়িতে নিয়ে গেছেন।