Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম ঢুকে পড়ল বাসের নিচে

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম ঢুকে পড়ল বাসের নিচে

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত টমটম ঢুকে পড়েছে বাসের নিচে। সোমবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের সীমান্ত গেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় টমটম চালক মো. মানিক গুরতর আহত হয়েছেন। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর হারবাং নতুন পাড়ার মনজুর আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সোহাগ মিয়া জানান, আজিজনগর থেকে কয়েকজন শ্রমিককে টমটমে করে নিয়ে এসে সীমান্ত গেট এলাকার পশ্চিম পাশে নামিয়ে দেয়। এরপর পেছনে কোন গাড়ি আসছে কিনা না দেখে হঠাৎ মোড নেয় টমটম চালক। এই সময় নিয়ন্ত্রণহারা টমটম চট্টগ্রামমুখি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়ে। এতে দুমড়ে মুচড়ে গেছে ব্যাটারি চালিত টমটম।

স্থানীয়রা দ্রুত বাসের নিচ থেকে গুরতর আহত টমটম চালককে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনা কবলিত বাস ও টমটম উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!