এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নতুন ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ হিসেবে যোগাদান করেছেন মুহাম্মদ ইনামুল হাছান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এই উপজেলায় যোগদানের পূর্বে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়। তিনি ৩৫তম বিসিএস প্রশাসনে নিয়োগপ্রাপ্ত হন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ইউএনও শরীফ উল্ল্যাহ ও এসিল্যান্ড নাজমুন লায়েলসহ উপজেলায় দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।