এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড় হাতিয়ায় ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে বজ্রপাতে জুনু আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজির পাড়ায় এ ঘটনা ঘটে। জুনু আক্তার ওই এলাকার প্রবাসী নুরুল আলমের স্ত্রী ও ৩ সন্তানের জননী।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে খাওয়া-দাওয়া শেষে বসতঘরের পার্শ্ববর্তী ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান গৃহবধূ জুনু আক্তার। বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা খবর পেয়ে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। রাতেই তাকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত গৃহবধূর ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।