Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দুই দফা জানাজা শেষে চিরনিন্দ্রায় শায়িত আইনজীবী আলিফ

লোহাগাড়ায় দুই দফা জানাজা শেষে চিরনিন্দ্রায় শায়িত আইনজীবী আলিফ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুই দফা জানাজা শেষে চিরনিন্দ্রায় শায়িত হয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার সদর ইউনিয়নের কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়ামে প্রথম ও আছরের নামাজের পর চুনতি ইউনিয়নের ফারাঙ্গা লতাপীর মাজার সংলগ্ন মসজিদ মাঠে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। গ্রামের বাড়িতে আইনজীবী আলিফের জানাজায় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শরিক হতে আসেন।

দ্বিতীয় দফা জানাজা পূর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুস ছালাম আজাদ, এডভোকেট ফরিদ উদ্দিন, কাজী নাছির উদ্দিন, মোহাদ্দেছ শাহ আলম ও এডভোকেট আলিফের পিতা জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুতসময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

দাফনের পরে কবর জেয়ারত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ, অন্যতম সমন্বয় সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। পরে তারা এডভোকেট আলিফের পিতার সাথে সাক্ষাত করে সমবেদনা জ্ঞাপন করেন।

এই সময় সম্বয়ক সারজিস আলম বলেন, শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতি রক্ষায় যে যাত্রা অন্তবর্তী সরকার শুরু করেছেন, তাকে বানচাল করার জন্য একটি অপশক্তি জেগে উঠেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। কোনো উগ্রবাদের স্থান বাংলাদেশে হবে না। এই পর্যন্ত যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনার বিচার হবে। যদি সাধারণ আইনে না হয়, তাহলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপকর্মকারীদের বিচার করা হবে। সকল ধর্মের মানুষের মধ্যে যে শঙ্কা ও ভীতি রয়েছে, সেটি দূর করতে চাই। উগ্রবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রুখে দাঁড়াতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত ১৬ বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিবো।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আমাদের দেশে সকল ধর্মের সহাবস্থান থাকবে। যে হিন্দু, সে হিন্দু ধর্ম পালন করবে। যে বৌদ্ধ, সে বৌদ্ধ ধর্ম পালন করবে। যে খ্রিষ্টান, সে খ্রিষ্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে বেলা সাড়ে ১০টার দিকে দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১২টার দিকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!