এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ডাম্পট্রাকের সাথে সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের বার আউলিয়া- টংকাবতী সড়কস্থ খালেকের দোকান এলাকায় পদ্ম পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন টেক্সি চালক আলী হোসেন (৩৫) ও ফজলুল হক (৪২)। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পদুয়া স্টেশনগামী টেক্সির সাথে বিপরীতমুখি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় ফজলুল নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।