এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চোরাই স্বর্ণসহ মো. নাহিদুর ইসলাম (২৪) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ এক বেসরকারি হাসপাতালে সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদুর ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদার পাড়ার মো. আবুল হাসেমের পুত্র।
পুলিশ জানায়, গত শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে একই এলাকার বাসিন্দা জহির উদ্দিন বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান। বিকেলে বাড়ি ফিরে দেখতে পান দরজা খোলা, জানালা ও আলমিরা ভাঙ্গা অবস্থায়। ভেতরে ঢুকে দেখতে পান বসতঘরের আলমিরাতে থাকা স্বর্ণের ২টি কানের দুল, ১টি আংটি ও নগদ ১৭ হাজার টাকা চুরি হয়ে গেছে। এই ঘটনায় ভূক্তভোগি জহির উদ্দিন থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন। এরপর পুলিশ ভোরে অভিযান চালিয়ে চোলাই স্বর্ণসহ চোর নাহিদুর ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ চুরির বিষয়টি স্বীকার করেছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চুরির ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।