Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় চলন্ত গাড়িতে গাছ পড়ে নিহত ১, আহত ৬

লোহাগাড়ায় চলন্ত গাড়িতে গাছ পড়ে নিহত ১, আহত ৬

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পদুয়ায় চলন্ত মাছবোঝাই গাড়িতে মরা গাছ পড়ে ঘটনাস্থলে মো. মিজান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা আরো ৬ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এই দূর্ঘটনায় ঘটে। নিহত মিজান কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকার কামাল উদ্দিন প্রকাশ কামাল মেম্বারের পুত্র।

আহতরা হলেন চকরিয়া সিকদার পাড়ার হানিফ (৩৪), একই উপজেলার বদরখালীর মো. আলবী (২২), রুবেল (৩৮), কোরালখালীর নজরুল (২৮), ফারুক (২৬) ও মহেশখালীর ওসমান (৪৫)। স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মাছ বোঝাই চলন্ত একটি মিনিট্রাকের উপর মহাসড়কের পাশে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙ্গে পড়ে। এতে মিনিট্রাকের পেছনে থাকা ১ জন ঘটনাস্থলে নিহত হন। এতে আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ২শ মিটার দূরে যাবার পর চালক দূর্ঘটনার বিষয়টি জানতে পারেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ উদ্দিন গিয়াস জানান, গাছ পড়ে গুরতর আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

এদিকে, মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের অবহেলায় ঝুঁকিপূর্ণ মরাগাছ অপসারণ না করায় এমন হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফের কাছ থেকে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!