এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় গাছ থেকে পড়ে প্রায় দুই বছর অচেতন থাকার পর শাহাদত হোসাইন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মালপুকুরিয়া এলাকায় নিজ বসতঘরে তার মৃত্যু হয়। শাহাদত হোসাইন ওই এলাকার আবদুস সালামের পুত্র।

জানা যায়, প্রায় দুই বছর পূর্বে নিজেদের নারিকেল পাড়তে একটি গাছে উঠে কিশোর শাহাদত। এ সময় অসাবধানতা বশত: গাছ থেকে পড়ে গুরতর আহত হয়ে জ্ঞান হারান। এরপর থেকে বিভিন্ন স্থানে তাকে চিকিৎসা করানো হলেও আর জ্ঞান ফিরে আসেনি। অচেতন অবস্থায় বিছানায় শুয়ে থেকে তার ওজনও বেড়ে গিয়েছিল। অবশেষে অচেতন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।