এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাওঘাটা এলাকায় হাঙ্গর খালের পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, হাঙ্গর খালের পাড়ে সরকারি খাস জায়গা দখল করে জিয়াউর রহমান নামে জনৈক এক ব্যক্তি দোকান নির্মাণ করছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরকারি খাস জায়গায় দোকান নির্মাণ বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।

কিন্তু নিষেধ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। দখলমুক্ত জায়গার পরিমাণ ১.৬৭ শতক। জনস্বার্থে সরকারি খাস জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেলসহ পুলিশ বাহিনীর সদস্য ও স্থানীয় ইউপি সদস্য সার্বিক সহযোগিতা করেন।