Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় প্রধান আসামী কারাগারে

লোহাগাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় প্রধান আসামী কারাগারে

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া বড়হাতিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় প্রধান আসামী ফৌজুল করিমকে (৩৩) কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বায়তুশ শরফ পাড়ার আজিজুর রহমানের পুত্র।

রোববার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের কৌশলী ও চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আকতার উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কুপিয়ে আহতের ঘটনায় ৪ জনকে এজাহারনামীয় আসামীকে থানায় মামলা করেন একই এলাকার আবুল হোসেনের পুত্র স্কুলছাত্র মোহাম্মদ আরমান (১৯)। পরদিন ওই মামলার আসামী আমির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে কারাগারে থাকা আমির হোসেন (৩৬), প্রধান আসামী ফৌজুল করিম (৩৩), আবদুর রহিম (৩৯) ও জয়নাল আবেদীন (২৬) জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আদালত আমির হোসেন ও ফৌজুল করিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত। তাদের অন্যায় কাজে প্রতিবাদ করায় পূর্বপরিকল্পিতভাবে আসামীরা গত ১১ জুলাই এলাকার জনৈক ইউনুছের মুদির দোকানের সামনে রাস্তায় স্কুলছাত্র মোহাম্মদ আরমানকে গতিরোধ করে। এরপর তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে স্কুলছাত্র আরমান গুরতর রক্তাক্ত কাটা জখম হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে স্কুলছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!