Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কৃষক জাহেদ হত্যা মামলার আসামিকে কারাগারে প্রেরণ

লোহাগাড়ায় কৃষক জাহেদ হত্যা মামলার আসামিকে কারাগারে প্রেরণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কৃষক আবু জাহেদ হত্যা মামলার প্রধান আসামি মো. হারুনকে (৪৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে হাজির হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামি হারুন উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সাতগড় পূর্ব পাড়ার মৃত আবদুল আলিমের পুত্র। নিহত কৃষক আবু জাহেদ একই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।

জানা যায়, ২০২২ সালের ৩০ ডিসেম্বর কথা কাটাকাটির জেরে বাড়ি ফেরার পথে সাতগড় ছড়ার ব্রিজ এলাকায় আসামিরা কৃষক আবু জাহেদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র গিয়ে গুরতর জখম করে। ২০২৩ সালের ৩ জানুয়ারি নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে মো. হারুন, মো. জাহেদ, ওমর ফারুক, মো. রায়হানসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রাম জজ কোর্টের বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মো. আয়াত উল্লাহ জানান, কৃষক আবু জাহেদ হত্যা মামলার ১নং আসামি মো. হারুন প্রকাশ ডাকাত হারুন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!