এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে বিষাক্ত কীটনাশক দিয়ে মো. ইলিয়াছ চৌধুরী নামে এক কৃষকের ৩শ শতক ধানচারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের রশিদের ঘোনা কুলপাগলী এলাকায় গিয়ে রোপনকৃত ক্ষতিগ্রস্ত ধানচারা দেখতে পান তিনি। এ ঘটনায় একইদিন ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। কৃষক ইলিয়াছ চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকার মো. আইয়ুবের পুত্র।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, তিনি প্রায় ৬শ শতক জমিতে ধানচারা রোপন করেছেন। গত রোববার দিনগত রাতের আঁধারে কে বা কারা তার রোপনকৃত ৩শ শতক জমির ধানচারাতে বিষাক্ত কীটনাশক দিয়ে ও উপড়িয়ে নষ্ট করে ফেলেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা বাকী জমির ধানচারাও নষ্ট করে দেয়ার আশংকা প্রকাশ করছেন তিনি।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জমিতে রোপনকৃত ধানচারা নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।