এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মো. মহিম (১৮) নাকে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মহিম একই ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের রাজঘাটা এলাকার নুরুল ইসলামের পুত্র।

আহতরা হলেন, বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ভাগ্যরকুল এলাকার মো. বাবুলের পুত্র মো. নাঈম (১৯) ও একই এলাকার আবু তাহেরের পুত্র বাইক চালক মেহেদী হাসান (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ৩ জন গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে পৌঁছার আগেই মহিমের মৃত্যু হয়েছে।
স্থানীয় মোহাম্মদ আরিফ উল্লাহ জানান, মহিম ও নাঈম সম্পর্কে মামা-ভাগিনা। ঘটনারদিন মহিম ভাগ্যরকুল এলাকায় তার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ভাগিনা নাঈম ও তার বন্ধু মেহেদী হাসানকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মহিমের বাড়িতে আসছিল। এই সময় সড়ক দূর্ঘটনায় মহিমের মৃত্যু হয়েছেন। অন্যরা গুরতর আহত অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।