এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইউএনও কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম, নির্বাহী সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহ-সভাপতি নাছির আহমদ, নুসরাত খানম, সহ-সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন, মুহাম্মদ আইয়ুব আলী আনসারী, ইন্দিরা দাশ, মিশকাত জান্নাত, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আক্তার, সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন, দপ্তর সম্পাদক এএসএম রেজাউল করিম, অর্থ সম্পাদক এএসএম সেলিম উদ্দিন ও প্রচার সম্পাদক এনামুল হক।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, নির্বাহী সভাপতি মো. জুলফিকার আলী প্রামানিক ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ভুঁঞা স্বাক্ষরিত ৫৩ সদস্য বিশিষ্ট লোহাগাড়া উপজেলা শাখা কমিটির অনুমোদন দেন।