এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে আহত অবস্থায় একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেইট এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। ঈগলটির গায়ের রং বাদামী ও ধূসর। ওজন প্রায় ৯ কেজি।
স্থানীয়রা জানান, বিকেলে ওই এলাকায় আহত অবস্থায় একটি ঈগল পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পাখির পাখায় আঘাত থাকায় উড়তে পারছিল না। এ সময় পাখিটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। পরে বিষয়টি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে জানানো হয়। সেখান থেকে লোকজন এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যান।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে আহত ঈগলটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে পাখিটির চিকিৎসা চলছে। ঈগলটি ডানায় আঘাতে কারণে উড়তে পারছে না। তবে পাখিটি কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে জানা যায়নি। পর্যবেক্ষণ শেষে পাখিটি উড়ার উপযোগী হলে অবমুক্ত করে দেয়া হবে।