এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল বগুড়া জেলার শিবগঞ্জ থানার ধাওয়াগীর কৃষ্টপুর এলাকার আইয়ুব আলী মন্ডলের পুত্র মো. শরিফুল (৩৫) ও একই থানার আলাদীপুর এলাকার মো. বুলু পুত্র মো. জসিম উদ্দিন জুয়েল (৩৭)।

পুলিশ জানায়, রাতে চট্টগ্রামমুখি একটি পিকআপে তল্লাশী করা হয়। এই সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের রেকর্ড চেক করে দেয়া যায় বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ জসিম উদ্দিন জুয়েলের বিরুদ্ধে ১৮টি ও শরিফুলের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।