এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ মো. নাসির (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলুরঘাট রোড এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাসির উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের চাকফিরানী উত্তর নতুন পাড়ার মৃত বশির আহমদের পুত্র।

পুলিশ জানায়, চাঁদাবাজি কার্যক্রম পরিচালনার জন্য সন্ত্রাসী তৌহিদ বাহিনীর সদস্য নাসির ঘটনাস্থলে আসেন। বিষয়টি খবর পেয়ে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তার বসতঘরে অবৈধ অস্ত্র রক্ষিত আছে বলে জানায়। পরে অভিযান চালিয়ে তার বসতঘরের পূর্ব পাশে লাকড়ির স্তুপের ভেতর বিশেষ কায়দায় রাখা সাদা প্লাস্টিক বস্তায় পেছানো অবস্থায় রক্ষিত ১টি একনলা বন্দুক, ২টি কর্তুজ ও ১টি লম্বা দা উদ্ধার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদে সে তৌহিদ গ্রুপের সদস্য এবং অস্ত্রগুলো লোহাগাড়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও চাঁদাবাজি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলা রুজু করা হয়। মঙ্গলবার (১৭ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লোহাগাড়া ও সাতকানিয়া থানায় একাধিক মামলা রয়েছে।