লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী ।
শুক্রবার ( ৩১ মে) বিকালে বটতলী মোটর স্টেশনে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজিত আনারস প্রতীকের নির্বাচনীয় প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজের আনারস প্রতীকে জনগণের কাছে ভোট চান।

এ সময় তিনি বলেন, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে লোহাগাড়া উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। উপজেলার সব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত, ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে কাজ করে যাব। নির্বচিত হলে লোহাগাড়াকে আমি একটি উন্নত সমৃদ্ধ শান্তির জনপদ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো ।
তিনি আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে উপজেলাবাসীর কাছে দোয়া এবং সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মো জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।
এছাড়াও উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি