Home | দেশ-বিদেশের সংবাদ | লিবিয়ায় সাংবাদিক জাহিদুরের সন্ধান মিলেছে

লিবিয়ায় সাংবাদিক জাহিদুরের সন্ধান মিলেছে

নিউজ ডেক্স : লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তিনি ত্রিপোলির পুলিশ হেফাজতে রয়েছেন।

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার (২৮ মার্চ) তার খোঁজ মিলেছে। লিবিয়ার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সাংবাদিক জাহিদুর রহমানসহ বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম এবং লিবীয় নাগরিক গাড়িচালক মোহাম্মদ খালেদ এখন ত্রিপোলির পুলিশ হেফাজতে রয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তারা অপহৃত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান জানিয়েছিলেন, তারা এখন ধারণা করছেন কোনো মিলিশিয়া গ্রুপ তাদের ধরে নিয়ে গিয়ে থাকতে পারে।

জাহিদুর রহমানের পরিবার জানিয়েছিল, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপোলিতে যেহেতু মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম, কাজেই ক্ষমতাসীন সরকারের কোনো বাহিনীর কেউ তাদের ধরে নিয়ে গিয়ে থাকতে পারে। ঢাকার সাভার এলাকার বাসিন্দা জাহিদুর রহমান (৪৮) এনটিভির বিশেষ প্রতিনিধি। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!