চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী বলেছেন, রমজান হচ্ছে সংযমের মাস। রোজা মানুষকে তাকওয়ার শিক্ষা দেয়। রোজা রাখলে গরীবের ক্ষুধার কষ্ট সহজে বুঝা যায়। তাই মহান আল্লাহ তা’য়ালা প্রত্যেক নবী-রাসূলের উম্মতের উপর রোজা ফরজ করেছেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আশা করি লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালনে সচেতন থাকবে।
২৬ মে লোহাগাড়া প্রেস ক্লাব’র নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাইছার হামিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, এএসপি সার্কেল হাসানুজ্জামান মোল্যা, সাতকানিয়া পৌরসভা মেয়র মুহাম্মদ জুবায়ের, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি মাহফুজুন্নবী চৌধুরী খোকন, দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাংবাদিক অধ্যাপক সাদত উল্লাহ, সাংবাদিক সাইফুল ইসলাম ও রিদুওয়ানুল হক প্রমুখ।
এছড়াও উক্ত সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির