Home | দেশ-বিদেশের সংবাদ | রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

rifat-pm-20190627132434

নিউজ ডেক্স : বরগুনায় প্রকাশ্যে সড়কে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা একটি নৃশংস ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় জড়িতদের যেকোন মূল্যেই গ্রেফতার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশ্যে কেন এরকম হত্যাকান্ডের ঘটনা ঘটলো? তাহলে দেশের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বরগুনার ঘটনাতো রাজনৈতিক নয়। এটা রাজনীতির কারণে ঘটেনি। এ রকম ঘটনা পৃথিবীর উন্নত দেশগুলোতেও ঘটে। সামাজিক অস্থিরতা অনেক দেশেই আছে।

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি কত ভাগ হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্বিক অগ্রগতি ৭০ ভাগ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!