ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | রিজিয়া রেজা চৌধুরী ৪র্থ বারের মত গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

রিজিয়া রেজা চৌধুরী ৪র্থ বারের মত গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

55

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হিসেবে ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন রিজিয়া রেজা চৌধুরী। আজ ১৭ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খাঁন এ তথ্য জানিয়েছেন।

রিজিয়া রেজা চৌধুরী বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্টাতা সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা, পুটিবিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর সহধর্মীনি।

নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী গৌড়স্থান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে আরো অনেক দুর এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!