নিউজ ডেক্স : রাঙ্গুনিয়া থানাধীন মরিয়মনগর চৌমুহনী এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে মো. জাহাঙ্গীর আলম (৪০) অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, অগ্নিদগ্ধ জাহাঙ্গীরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দোকানে কিছু বড় সিলিন্ডার এবং কিছু বাসা-বাড়িতে ব্যবহৃত ছোট সিলিন্ডার রয়েছে। বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক।