নিউজ ডেক্স : বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য চট্টগ্রামের রাউজানে আসলেন উপমহাদেশের প্রবীণ রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা সদরের রাউজান সরকারি কলেজের সামনে বিপ্লবী মাস্টারদা সূর্যসেন চত্বরে আবক্ষমূর্তিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নবনির্মিত সূর্যসেন স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন এরপর তিনি স্মারক বইয়ে স্বাক্ষর করেন। পরে বিকাল ৫টায় মাস্টার দা সূর্যসেনের জন্মস্থান দক্ষিণ রাউজান নোয়াপাড়া গ্রামে সূর্যসেন পল্লীতে আসেন। সেখানে কিছু সময় অতিবাহিত করেন সূর্যসেনের বাড়িটি তিনি ঘুরে দেখেন।
এ সময় সূর্যসেন কমপ্লেক্স স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মাস্টার দার বসতভিটায় একটি বকুল ফুলের চারা রোপন করেন। বিকাল ৫টা ২৫মিনিটে তিনি সূর্যসেন পল্লী ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি জুনায়েদ কবির, সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী প্রমুখ।
-ঢাকাটাইমস