করইয়ানগর রাইজিং সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উগ্যোগে ২য় সীরতুন্নবী (সাঃ) মাহফিল আগামী ২৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। স্থানীয় বায়তুন নূর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ নেজাম উদ্দিন।
চট্টগ্রাম জামেয়া দ্বীনিয়া দারুল হিদায়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতী আজিজুল হক আল মাদানী প্রধান আলোচক, ঢাকার মিরপুর জামেয়াতুল ইমানের মুদাররিস আল্লামা মুফতী মাহমুদ হাসান গুনবী বিশেষ আলোচক, ঠাকুরদিঘী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার, করইয়ানগর বাহাদুর পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আইয়ুব ও করইয়ানগর বায়তুন নূর শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোহাম্মদ সাইদুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি এস. এম মিয়ানদাদ হোসেন (জনি) ও সঞ্চালনা করবেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ। – খবর প্রেস বিজ্ঞপ্তির