
নিউজ ডেক্স : নগরের আকবরশাহ থানাধীন কালিরহাট এলাকার একটি বাসা থেকে ২১ বছর বয়সী এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সলিমপুরের কালিরহাট মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে জান্নাতুল ফেরদৌস উর্মির মরদেহ উদ্ধার করে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, বেলা বেড়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করে পাশের বাসার ভাড়াটিয়া। কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বাংলানিউজ

ওসি জানান, উর্মি গত ১ অক্টোবর বাসাটি ভাড়া নিয়েছিল এবং গার্মেন্টে চাকরি করতো। তার পিতা মোজাম্মেল হক, বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
Lohagaranews24 Your Trusted News Partner