নিউজ ডেক্স : মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জেয়ারত করেছেন মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলায় আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে জেয়ারত করেন তারা। – বাংলানিউজ
এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক আদনান ফারুকসহ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানেই জুমার নামাজ আদায় করেন বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।