Home | লোহাগাড়ার সংবাদ | মুক্তিযোদ্ধা বাদল সিকদারের পরলোকগমন

মুক্তিযোদ্ধা বাদল সিকদারের পরলোকগমন

shok1

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাদল কান্তি সিকদার (৭০) বৎসর বয়সে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ৬ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। একইদিন দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার এসআই প্রভাত কর্মকার একদল ফোর্স নিয়ে বাদল সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন।

জানা যায়, তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, মুক্তিযুদ্ধকালীন গ্র“প কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, আবদুল হামিদ, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন ও সাংবাদিক নুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!