নিউজ ডেক্স : নগরীর আকবরশাহ এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মিনহাজ ইসলাম নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। দু্র্ঘটনায় আহত হয়েছেন শিশুর মা-বাবা।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা করে। জাকির হোসেন রোড ধরে শহরমুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাচ্চাটি ছিটকে মায়ের কোল থেকে পড়ে যায়। গাড়িটি না থেমে সামনে এগুলো বাচ্চাটি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।
মোটরসাইকেল থেকে পড়ে শিশুটির বাবা ও মা আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
শিশুটির পিতা রিপন শেখ ইনসেপ্টা ফার্মায় কর্মরত। নগরীর ডবলমুরিং থানাধীন রমনা আবাসিক এলাকায় তিনি বসবাস করেন। স্ত্রী সন্তানকে নিয়ে আজ বেড়াতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
সূত্র : দৈনিক আজাদী