
এলনিউজ২৪ডটকম : ২ নম্বর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্ত আদেশকে চ্যালেঞ্জ করে তার একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এরপর গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসককে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ সংবলিত চিঠি দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ২ জানুয়ারি ২০১৭ তারিখে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আরেকটি চিঠি পাঠানো হয়। চিঠিতে হাইকোর্ট প্রদত্ত আদেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়। যার অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সরকার, চট্টগ্রামের পরিচালকের অবগতির জন্য প্রেরণ করা হয়। মূলত এর মাধ্যমে কারাগারে থেকে বিপুল ভোটে নির্বাচিত এ জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণে কোনো বাধা থাকল না। যোগাযোগ করা হলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনুর রহমান এ প্রতিবেদককে বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক শিগগিরই মাওলানা নুরুল আলম চৌধুরীকে ইউপি চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হবে। – নয়াদিগন্ত

Lohagaranews24 Your Trusted News Partner