ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | মন বড় বিচিত্র !

মন বড় বিচিত্র !

22

শুভ্রা নীলাঞ্জনা : মানুষ কোন না কোন ভাবে কোন ব্যক্তিবিশেষ বা পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভর শীলতার ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিক ও আছে। খারাপ দিক হলো আপনি যখন কারো উপর নির্ভরশীল হয়ে পড়বেন তখন আপনি মানষিক ভাবে পঙ্গু হয়ে পড়বেন। সবকিছুর ভিতর আপনি সেই মানুষটিকে চাইবেন। সুখে, দুখে,আনন্দ, বেদনায়, রাগে ক্রোধে,আশায়,নিরাশায় ।আপনার রক্তের সাথে আপনার অজান্তে সেই মানুষটি মিশে গেছে আপনি টের ও পেলেন না। তার চেয়েও বড় অঘটন যার উপর নির্ভরশীল সে যদি বুঝে যায় যে আপনি তাকে ছাড়া সবকিছু ঝাপসা দেখেন , সে আপনার চশমা ,তা হলেত বুঝতেই পারছেন আপনার মতো অসহায় মানুষ পৃথিবীতে ২য় টি নেই। তার একটু অবহেলা উদাসিন্য আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে। কষ্টের সাগরে ডুববেন আর ভাসবেন। আপনি চাইবেন তার অখণ্ড মনযোগ । কিন্তু সেইটা সব সময় সম্ভব না । তার নিজের ও অনেক কাজ আছে।আপনি তার উপর নির্ভরশীল হয়ে থাকবেন বা তার কাঁধটা সারাজীবন আপনাকে দিয়ে রাখবে সেই জন্য নিশ্চয় তার জন্ম হয়নি। কিন্তু আপনার অবুঝ মন সেগুলি বুঝবে না।কিন্তু একসময় আপনাকে বুঝতে হবে। তাই আপনাকে কি করতে হবে নিজের হাত,পা,মগজ,আস্থা, বিশ্বাস, এনার্জির উপর নির্ভরশীল হতে হবে। অসহায়ত্ব ও পঙ্গুত্বের জীবন থেকে বের হয়ে আসতে হবে। সব সময় মনে রাখতে হবে আমি একাই একশ। এক কথায় নিজেকে গড়ে তুলতে হবে স্বাবলম্বী করে পুর্নাংগ মানুষ রুপে। কারো দয়া বা করুনা বা আপনার দুর্বলতার সুযোগ আপনি বুঝে শুনে হতে দিবেন কেন ? এই যে এত বয়ান দিলাম কারণ আমিও নির্ভরশীল প্রাণী। স্বাবলম্বী হতে পারি না। ভিতর থেকে ইচ্ছেও করে না । মানুষের ঝারি,অবহেলা এইগুলি ই কখন যেন আমার আপন হয়ে গেছে । নিত্য সঙ্গী। জন্মই আমার আজন্ম নির্ভরশীলতা। বুঝি সব ই পাক দেই ফসকা।মন বড় বিচিত্র !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!