______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
ভুলি নি
সহজ নয় ভুলে যাওয়া বা থাকা,
যদিও
এ তোমার নিত্যকার অভিযোগ!
বুঝি,
সম্পর্ক নাড়াচড়া করতে হয়
চারাগাছের মতো যত্ন নিতে হয়
নইলে
ডালপালা মেলে মহীরুহ হবার আগেই
মিইয়ে যায় বাসি ফুলের মতো।
আমার সাহসে যে পাহাড় ডিঙোয়
সাধ্য কী, তাকে ভুলে যাবার!
ঘুমহীন রাতের দায়ভার নিলেই বুঝবে
কতটা ভালোবাসি!