Home | দেশ-বিদেশের সংবাদ | ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্ক বিএনপি

ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্ক বিএনপি

image_printপ্রিন্ট করুন

নিউজ ডেক্স : ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্ক রয়েছে বিএনপি। ইতোমধ্যে ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেয়া হয়। জাগো নিউজ

বিবৃতি বলা হয়, ‘এই মর্মে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা ইদানিং লক্ষ্য করছি ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন সৃষ্টি করা হয়েছে। বিএনপি এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নাই। সংগঠনটি বিএনপির এফিলিয়েটেড কোনো সংগঠন নয়।’

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!