বিনোদন ডেক্স : বেশ কয়েক মাস ধরেই ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইসরাত তন্বী। ভারতের একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্যই সেখানে তার থাকা।
গত মাস থেকেই মুম্বাইয়ে ‘থারকিস্তান’ নামে হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করছেন তন্বী। এটি নির্মাণ করছেন যোগদিপ ভাটিয়া।
এ বিষয়ে ইসরাত তন্বী বলেন, এবারই প্রথম হিন্দি ওয়েব সিরিজে কাজ করছি। কমেডি ঘরানার ওয়েব সিরিজ এটি। এখানে মূল চরিত্রে আমি কাজ করছি।
এতে আরও অভিনয় করছেন প্রবজত সিং, রুবি, রাঘব, রাভি, কৃতি সেন্ড্রিয়া। প্রাইমফ্লিক্স শীর্ষক চ্যানেলে দর্শকরা এটি দেখতে পাবেন।