ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ভাঙা কলসির আওয়াজ বেশি হয় : রিজভী

ভাঙা কলসির আওয়াজ বেশি হয় : রিজভী

273714_174

নিউজ ডেক্স : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন ভাঙা কলসি। আর ভাঙা কলসির আওয়াজ বেশিই হয়। শনিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ভুয়া, জাল নথির উপরে সাজানো মামলা। দেশে আইনের শাসন থাকলে এর অভিযোগ হতো না, মামলাও হতো না। আমরা রাজনৈতিক ও আইনিভাবে মামলাটি মোকাবেলা করব।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল খালেকসহ সৈয়দপুরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!