এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দেওয়ান পাড়ার এক ডোবা থেকে ১২ জুলাই সকাল সাড়ে ৫টায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। নিহতের নাম আনোয়ার হোসেন (৪০)। সে ওই এলাকার মৃত আবদুল মজিদের পুত্র বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক মুহাম্মদ খালেদ দেওয়ান।
লোহাগাড়া থানার এসআই লিটন চন্দ্র সিংহ জানান, রাতে অতিরিক্ত মদ সেবন করে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায়। স্থানীয়রা সকালে পুকুরে ভাসমান লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
এসআই লিটন চন্দ্র সিংহ আরো জানান, লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলের একটু দূরে মদের বোতল পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।