Home | দেশ-বিদেশের সংবাদ | ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেক্স : নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুন) বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনার এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন নামে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দুদিন ধরেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে। এর মধ্যে বুধবার বিকেলে উভয় গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।  দফায় দফায় হামলায় দুই গ্রুপেরই বাড়িঘর ভাঙচুর করা হয়।  এ সময় ফাতেমা মনিরসহ ২০ জন আহত হয়েছেন। আহতরা প্রত্যেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, নাসির ব্রাজিল ও ফাতেমা মনির আর্জেন্টিনা দলের সমর্থক। তাদের সন্তানেরাও একই দলের সমর্থক। দুদিন আগে খেলা হয়েছে। সেই খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। আমার মতে এটি তুচ্ছ ঘটনা।  প্রাপ্ত বয়স্কদের মধ্যে এ ধরনের আচরণ আশা করিনা। তবে উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!