_____ফিরোজা সামাদ_____
আকাশ ছিলো স্বচ্ছ কাঁচের মতো
তাকিয়ে দেখি বায়ুকোণ গুরুগম্ভীর থমথমে,
হঠাৎ চাকা চাকা শীলার অাবির্ভাব !
ঝরছে পড়ছে খইয়ের মতো ফুটছে !
যেনো সাদা ফুলপরী নেচে নেচে যাচ্ছে !
তারপর ;
তার আর কোনো পর নেই,
ঝড় এসেছে বৈরী হয়ে অামার ছাদবাগানে
গাছেরা তাথৈ তাথৈ নৃত্য করছে!
অামি অবাক বিস্ময়ে নীরব দর্শকের মতো
অাতঙ্কে দেখছি ওদের নৃত্য !
হেলেদুলে নৃত্য করতে করতে,
ঘুরতে ঘুরতে কেমন করে গাছগুলো সব
লুটিয়ে পড়লো ছাদের বুকে !!
অতপর ;
ঝড় কাঁদলো অঝোর ধারায় ,
যেনো রাগে দুঃখে কেঁদে কেঁদে সারা
সব এলোমেলো লন্ড ভন্ড করে
প্রকৃতি এখন শান্ত সুবোধ ছেলে
যেনো কিচ্ছুটি হয়নি !
প্রিয়ার বুকে মাথা রেখে
ঘুমিয়ে পড়েছে অবলীলায়
প্রশান্তি ও সার্থকতায় ,
অার অামি ছাদবাগানে হাঁটছি
করুণ হতাশায় অার হারানোর বেদনায় !!