নিউজ ডেক্স : আগামী বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য বৈধ ৫৯৪ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। রোববার (৯ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ের বৈধ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল এজেন্সি এ পর্যন্ত হালনাগাদের কাগজপত্র দাখিল করেনি, জামানতবাবদ ২০ লাখ টাকার এফডিআর জমা করেনি, বিভিন্ন অভিযোগে শাস্তি /জরিমানাপ্রাপ্ত, সৌদি আরবে কালো তালিকাভুক্ত, মামলায় জড়িত এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, সে সকল এজেন্সির তালিকা প্রথম পর্যায়ে প্রকাশ করা হয়নি।