Home | দেশ-বিদেশের সংবাদ | বৃক্ষমানবের পর এবার শেকড় কন্যার সন্ধান

বৃক্ষমানবের পর এবার শেকড় কন্যার সন্ধান

dmc_burn_unite_38105_1485744743

নিউজ ডেক্স : বৃক্ষমানব আবুল বাজানদারের পর এবার এক শেকড় কন্যার সন্ধান পাওয়া গেছে। তার নাম সাহানা (১০)।

তাকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

মেয়েটির গালে, নাকে, থুতনিসহ একাধিক স্থানে গজিয়েছে শেকড়। চিকিৎসকরা বলছেন সাহানা আবুল বাজানদারের মতো বিরল রোগে আক্রান্ত। তবে তার শরীরে এ রোগের মাত্রা অনেক কম। তাকে দ্রুত সারিয়ে তোলা সম্ভব হবে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার একমাত্র কন্যা সাহানা। দুই বছর বয়সে সে মা হারায়। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের মুখের দিকে তাকিয়ে শাহজাহান কাটিয়ে দিয়েছেন ৮টি বছর। দাদির কাছেই বেড়ে উঠছে সাহানা। সে কলমাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

সাহানার বাবা শাহজাহান যুগান্তরকে বলেন, দুই বছর বয়সে মেয়েটির গালে, নাকে থুতনিতে শেকড়ের ন্যায় গজাতে থাকে। যত দিন যাচ্ছিল ততই এগুলো বড় হচ্ছিল। মেয়ে বলে কথা। তাই স্থানীয় হোমিও চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়াই। কিন্তু কোনো উপকার পাইনি। পরে রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসি।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম যুগান্তরকে বলেন, আবুল বাজানদার যে রোগে আক্রান্ত, সাহানাও একই রোগে আক্রান্ত।

সূত্র- যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!