Home | লোহাগাড়ার সংবাদ | বীরবিক্রম জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি সম্পন্ন

বীরবিক্রম জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি সম্পন্ন

56

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় প্রতিষ্ঠিত বীরবিক্রম জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয়ের ১ম বর্ষপূর্তি, পুরস্কার বিতরণ ও নোতন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান ৪ ফেব্র“য়ারী সকাল ১০টায় শুরু হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান সাইয়েদ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, স্কুল পরিদর্শক নাজিমুল ইসলাম ও সাতকানিয়া উপজেলার নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা বেগম প্রমুখ।

ফলক উন্মোচন, অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ, জাতীয় পতাকা, বর্ষপূর্তি ও প্রতিষ্ঠান পতাকা উত্তোলন’র মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।

স্কুলের প্রতিবেদন পেশ করেন প্রধান শিক্ষক আক্কাছ আলী। খোলা চিঠি পাঠ করেন রেজাউল বাহার রাজা। বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষপূর্তির সূচনা করা হয়।

নোতন ভবনের ফলক উন্মোচন করেন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, হোসনে আরা বেবী ও লায়লা বিলকিছ রুনা।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!