
স্বামী মোঃ শফির সাথে নববধু আফরোজা খানম মুমু
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিয়ের তিন মাস পর মেহেদীর রং না শুকাতেই বিষপানের পূর্বে চিরকুট লিখে দিয়েছেন নববধু আফরোজা খানম মুমু (১৮)। তিনি লোহাগাড়ার আধুনগর উত্তর হরিণা মিয়া পাড়ার নুরুল হকের কন্যা ও একই ইউনিয়নের মোঃ শফির স্ত্রী।

গত ১৬ মে বৃহস্পতিবার মা’র সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সকলের অজান্তে বিষপান করে। ২১ মে মঙ্গলবার রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নববধু মারা যান।

নববধুর রুমের বিছানায় এই চিরকুট পাওয়া যায় বলে জানিয়েছেন মোঃ শফির ভাই সাইফুল ইসলাম।
চিরকুটে নববধু যা লিখেছেন : আমি বিষ খাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। এই কথা কাউকে বলবে না। আমি তোমায় না পেলে মরব বলছি আর মরছি। আমি বিষ খেয়েছি এই কথা কেউ যেন না জানে।