Home | ব্রেকিং নিউজ | বিধি মোতাবেক বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার সভাপতির দায়িত্ব হস্তান্তর

বিধি মোতাবেক বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার সভাপতির দায়িত্ব হস্তান্তর

এলনিউজ২৪ডটকম: সরকারি বিধি মোতাবেক লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব হস্তান্তর করেছেন চিকিৎসক মুহাম্মদ ইসমাইল। গত ২৯ আগস্ট আর্থিক স্টেটমেন্ট ও অন্যান্য ডকুমেন্টসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি সভাপতির দায়িত্ব হস্তান্তর করেছেন।

জানা যায় সভাপতির দায়িত্বপালনকালে চিকিৎসক মুহাম্মদ ইসমাইল নিম্নোক্ত কাজগুলো করেছেন- শত অভিযোগ ও বিরোধিতা সত্বেও সরকারি বিধি মোতাবেক ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ পদ্ধতি’ বাস্তবায়ন। অডিট কমিটির ক্ষমতা কার্যকর করণ এবং জবাবদিহিতার আওতায় আনায়। প্রতিমাস শেষে হিসাব অনুমোদনের ব্যবস্থা করণ। প্রতিষ্ঠান কর্তৃক সম্মানী ও ভবিষ্যৎ তহবিলের বিধি মোতাবেক ডকুমেন্টেশন। মাদ্রাসার নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপন। বায়োমেট্রিকের মাধ্যমে শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণ। আইপিএসয়ের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ। শিক্ষকগণ এবং সকল শিক্ষার্থীদের ইউনিফর্ম বাধ্যতামূলক করার মাধ্যমে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায়ের ব্যবস্থা গ্রহণ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং তদানুযায়ী ব্যবস্থা গ্রহণ। ইভটিজিং প্রতিরোধে জিরো টলারেন্স এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সকল শিক্ষক এবং কমিটির সকল সদস্যদের এমপিও নীতিমালা, চাকুরী বিধিমালা ও মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ অবহিতকরণ। ইবতেদায়ী শিশু শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত ক্লাস ভিজিট করে ছাত্র-ছাত্রীদের সমস্যা উদঘাটন করে তদানুযায়ী ব্যবস্থা গ্রহণ। মাদরাসা ফান্ড সাপেক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার পরিকল্পনা গ্রহণ এবং ধাপে ধাপে বাস্তবায়ন। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান এবং তাদের আর্থিক সহযোগিতার জন্য ফান্ড সংগ্রহের ব্যবস্থা গ্রহণ। কমিটি কর্তৃক কারিগরি বিভাগ তদারকির যথাযথ ব্যবস্থা গ্রহণ। প্রাক্তন ছাত্রদের এক প্লাটফর্মে নিয়ে এসে মাদ্রাসার সার্বিক কল্যাণে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ। বিভিন্ন সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত এবং অধ্যয়নরত মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন শ্রেণীতে পাঠদানের ব্যবস্থা গ্রহণ। মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বাগান ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। লেখাপড়ার মান উন্নয়নে কমিটির পক্ষ থেকে সুপারভাইজার নিয়োগসহ পর্যবেক্ষণ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে জুহরের নামাজ আদায়ের বাধ্যবাধকতা করা। ডে কেয়ার চালু করণ। ফটোকপি মেশিন ক্রয়। প্রতিষ্ঠানের অর্থায়নে কম্পিউটার ল্যাব স্থাপন। প্রতিষ্ঠানের অর্থায়নে অফিস ফার্নিচার ও শ্রেণিকক্ষের জন্য বেঞ্চ ও টেবিল ক্রয় এবং প্রতিষ্ঠানে অর্থায়নে একটি ল্যাপটপ ক্রয় করা।

চিকিৎসক মুহাম্মদ ইসমাইল বলেন, বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসায় সভাপতি হিসাবে ২ বছর ৬ মাস দায়িত্ব পালন করেছি। গত ২০ আগষ্ট সরকারি প্রজ্ঞাপন মতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। তার মেয়াদকালীন সময়ে মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ ১৯৭৮ সংশোধিত ২০০৭ সহ সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন ও বিধি মোতাবেক মাদ্রাসা পরিচালনা করে ক্যাম্পাসে শিক্ষা সুস্থ পরিবেশ রাখতে চেষ্টা করেছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!