
______ফিরোজা সামাদ______
অঝোর ধারায় কাঁদছে শ্রাবণ
বর্ষা যাবে ছেড়ে,
চিরদিনের জন্যে নয় তো
ফিরবে বছর পরে !!
তাই বুঝি তার মুখখানি ভার
থমথমে তার চলা,
যখন তখন করছে কান্না
বারন কথা বলা !!
শরত ডেকে বলছে কানে
কিছু কান্না রাখো,
অাসছি অামি কাছেই অাছি
একটু চেয়ে দেখো !!
অারো অনেক কান্না তোমার
রয়েছে যে বাকী,
ভাদ্র অাশ্বিনে তুমি অামায়
চাও কি দিতে ফাঁকি ?

Lohagaranews24 Your Trusted News Partner