Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | বিজয় দিবসে প্রবাসী আলীমুজ্জামান রিপনের শুভেচ্ছা

বিজয় দিবসে প্রবাসী আলীমুজ্জামান রিপনের শুভেচ্ছা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানোর সব বাধা দূর হয়। পরাধীন থেকে স্বাধীনতা লাভ করে মুক্তিকামী জনতা। মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। হাজারো মা-বোন সম্ভ্রম হারিয়েছেন।

মহান এই বিজয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরবের মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ও লোহাগাড়া উপজেলা পুটিবিলা ইউনিয়নের সন্তান আলহাজ্ব আলীমুজ্জামান রিপন।

তিনি জানান, ‘৯ মাসের মুক্তিযুদ্ধে অন্তত ৩০ লাখ প্রাণের রক্তে ভিজে পবিত্র হয়েছে এ দেশের মাটি। বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্রে রাজাকার, আলবদরদের সহযোগিতায় অসংখ্য বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তানি বাহিনী। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের চিহ্নিত করে বিভৎস হত্যাকাণ্ড চালায় হায়েনারা। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পরাধীনতার শিকল ছিড়ে বিজয়ী হয় বাংলাদেশ। ’

তিনি আরো জানান, ‘৫১তম মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই হতো না। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!