ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৮৯ নং মেইন পিলার এলাকা দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতীয গরু আনতে সীমান্ত অতিক্রম করেন। এ সময় বিএসএফ হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গোলাম রব্বানী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় তার সঙ্গীরা তাকে রেখে পালিয়ে যায়।

নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলা আমজানখোর ইউনিয়নের হরিণমারী ক্যাম্পের হাট গ্রামের পসির উদ্দীনের ছেলে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম মোস্তাফিজুর রহমান বলেন, গোলাম রব্বানী একজন গরু ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় গরু ব্যবসার সঙ্গে জড়িত। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!