নিউজ ডেক্স : ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলা আমজানখোর ইউনিয়নের হরিণমারী ক্যাম্পের হাট গ্রামের পসির উদ্দীনের ছেলে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম মোস্তাফিজুর রহমান বলেন, গোলাম রব্বানী একজন গরু ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় গরু ব্যবসার সঙ্গে জড়িত। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।