নিউজ ডেক্স : আসন্ন ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে থাকছে।
আজ (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠির কপি দুই সিটির রিটার্নিং অফিসারে কাছে পাঠানোর পাশাপাশি ইসি সচিবালয়ে তার অনুলিপিও দিয়েছে দলটি। এর আগে নির্বাচন কমিশন চিঠি দিয়ে সব দলের কাছে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানতে চেয়েছিল।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।