ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিহত মাইক্রোবাসের চালক আবছার উদ্দিন (৩০) কক্সবাজার জেলার খুটাখালি এলাকার সৈয়দ আলমের ছেলে।

রোববার (১ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব। বাংলানিউজ

ওসি আবদুর রব বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গাড়ি দুইটি থানায় আটক রয়েছে। চালকের জানাজা শেষে পরিবারের সদস্যরা থানায় এসে মামলা করবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!