নিউজ ডেক্স : বান্দরবানে দীর্ঘ ৬ বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে শহরের রাজার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পরে দুপুরে শহরের রাজার মাঠে প্রথম অধিবেশন ও অরুণ সারকী টাউন হলে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের উপস্থিতিতে জেলা আ. লীগের সভাপতি হিসেবে ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলাম বেবীর নাম ঘোষণা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে।
উল্লেখ্য, সম্মেলনে সভাপতি পদে ক্যশৈহ্লা একক প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী দলীয় ফরম জমা দিয়েছিলেন।
তারা হলেন, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত দাশ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।